এলজিইডি’র প্রশাসনিক স্তরঃ
এলজিইডি’র বিস্তৃত কর্মকান্ড পরিচালনার জন্য নিম্নবর্ণিত উপায়ে প্রশাসনিক নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত আছে ।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী দাপ্তরিক প্রধান হিসাবে আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ অবস্থিত সদর দপ্তরে এলজিইডি দপ্তর পরিচালনা করছেন। তাছাড়া সদর দপ্তরে ৪জন অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ৭ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ১৭ জন নির্বাহী প্রকৌশলী সহ মোট ১৪৬ জন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউনিটে কর্মরত আছেন। সদর দপ্তরে এলজিইডি’র কর্মকান্ড নিম্নবর্ণিত ইউনিটের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকেঃ-
- প্রশাসন
- পরিকল্পনা
- ডিজাইন
- সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM)
- পরিবেশ ব্যবস্থাপনা
- মনিটরিং ও মূল্যায়ন
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেম(MIS)
- জিআইএস(জিওগ্রাফিক্যাল ইনফরমেশনব সিষ্টেম)
- নগর ব্যবস্থাপনা
- মান নিয়ন্ত্রণ
- প্রশিক্ষণ
- রক্ষণাবেক্ষণ ব্য্বস্থাপনা
- সড়ক নিরাপত্তা
- ক্রয় কার্যক্রম(Procurement)
- তথ্য ইউনিট
- এছাড়াও স্থানীয়ভাবে এলজিইডি’র কর্মকান্ড পর্যবেক্ষন ও পরিচালনার জন্য সারাদেশে ৮ টি বিভাগীয় অফিস ও ২০ টি আঞ্চলিক অফিস রয়েছে। প্রতিটি বিভাগীয় অফিসের দায়িত্বে রয়েছেন একজন অতিঃ প্রধান প্রকৌশলী। এই অতিঃ প্রধান প্রকৌশলীর অধীনে ৩ জন নির্বাহী প্রকৌশলী, ১ জন সহকারী প্রকৌশলী ও ১ জন উপ-সহকারী প্রকৌশলী সহ মোট ১৩ জন কর্মকর্তা কর্মচারী বিভিন্ন দায়িত্বে কর্মরত রয়েছেন।
- আবার প্রতিটি অঞ্চলে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অধীনে ২ জন নির্বাহী প্রকৌশলী, ২ জন সহকারী প্রকৌশলী এবং ২ জন উপ-সহকারী প্রকৌশলী সহ মোট ১৫ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন- যারা অঞ্চলের আওতাভূক্ত জেলাসমূহের প্রশাসনিক দায়িত্বসহ এলজিইডি’র যাবতীয় কর্মকান্ড মনিটরিং ও তদারকী করে থাকেন;
- ৬৪টি জেলার প্রতিটি জেলা সদরে নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ১ জন সিনিয়র সহকারী প্রকৌশলী, ২ জন সহকারী প্রকৌশলী এবং ২ জন উপ-সহকারী প্রকৌশলী সহ মোট ৩৪ জন কর্মকর্তা/কর্মচারী জেলার সকল এলজিইডি’র কর্মকান্ড পরিচালনা করছেন। তাছাড়া বৃহত্তর জেলায় ১ জন মেকানিক্যাল সহকারী প্রকৌশলী রয়েছেন;
- ৪৮২ টি উপজেলার প্রতিটিতে উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে সহকারী উপজেলা প্রকৌশলী সহ মোট ১৯ জন কর্মকর্তা /কর্মচারী উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড ও রক্ষনাবেক্ষ কর্মকান্ড পরিচালনা সহ এলজিইডি’র কর্মকান্ড পরিকল্পনা ও তদারকীতে নির্বাহী প্রকৌশলীকে সহযোগীতা করে থাকেন।